Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / আমরা আমাদের মনের মত বাংলাদেশ গড়ে তুলতে চাই : ভিপি নুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমরা আমাদের মনের মত বাংলাদেশ গড়ে তুলতে চাই : ভিপি নুর

October 21, 2024 08:31:34 PM   উপজেলা প্রতিনিধি
আমরা আমাদের মনের মত বাংলাদেশ গড়ে তুলতে চাই : ভিপি নুর

সুজন বিশ্বাস:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, "আগামীতে আমরা আমাদের মনের মত বাংলাদেশ গড়ে তুলতে চাই। রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে।"

১৯ অক্টোবর (শনিবার) বিকেলে ঝিনাইদহ গণধিকার পরিষদের আয়োজনে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুর আরও বলেন, “আমরা অনেক রক্ত দিয়েছি—একাত্তরে রক্ত দিয়েছি, নব্বইয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না।” তিনি জানান, "আপনাদের ভুলে গেলে চলবে না, দুই মাস হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান করে একটি ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ঘটিয়েছে। ফ্যাসিস্টরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। তাই তাদের চক্রান্ত সম্পর্কে সচেতন থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে।"

সমাবেশে সভাপতিত্ব করেন সহ-শিক্ষক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ক্রিড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, রবিউল ইসলাম, যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক রকিবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লা আল মামুন, বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা আহবায়ক নাসির আল সাদী এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মিশন আলীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।