
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, "আমরা এখন অতীতের যেকোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী।"
বৃহস্পতিবার ‘একুশে পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন তিনি।
একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৭ বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে ‘একুশে পদক-২০২৫’ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, "তরুণরা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়।"
তিনি আরও বলেন, তরুণরা "ঘুনে ধরা, আত্মবিনাশী সভ্যতার" পরিবর্তে "সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত" হবে এমন সভ্যতা গড়তে চায়।
এ বছর একুশে পদক পেয়েছেন ১৭ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পদকপ্রাপ্তরা হলেন:
পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।