
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। দল হিসেবে আর্জেন্টিনা প্রতি আসরেই ফেবারিট হিসেবে থাকে। ইতিহাস-ঐতিহ্য আর শক্তি বিবেচনায় আজকের ম্যাচেও বেশিরভাগ মানুষ আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবে।
ক্রোয়েট তারকা লুকা মদ্রিচও এটা জানেন। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে তারা আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। তবু দলটি আর্জেন্টিনার মতো সমর্থন পাবে না বলে মনে করেন লুকা মদ্রিচ, 'বড় দেশের থেকে সবাই বেশি কিছু আশা করে। আমরা যেহেতু ছোট দেশ, কেউ আমাদের গোনায় ধরে না। অন্যরা যে ফেবারিট আর আমরা যে আড়ালে আছি, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। '
মদ্রিচ আরও বলেছেন, 'কেউ আমাদের নিয়ে কথা বলে না। তবে আমি এ দলটাকে খুব ভালো আর পরিণতই বলব। তরুণ খেলোয়াড়েরা দলে দারুণ কিছু করছে। আমরা অনেক ভালো কিছু ম্যাচ খেলেছি। আমার আত্মবিশ্বাস ছিল, ভালো কিছু করতে পারি। চার বছর পর আবার সেমিতে ওঠাটা খুব বড় ব্যাপার। '