Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / আ.লীগ কর্মীর জমিতে হালচাষ-সেচ দিচ্ছে না বিএনপি সমর্থকরা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আ.লীগ কর্মীর জমিতে হালচাষ-সেচ দিচ্ছে না বিএনপি সমর্থকরা!

March 01, 2023 07:41:23 PM   দেশজুড়ে ডেস্ক
আ.লীগ কর্মীর জমিতে হালচাষ-সেচ দিচ্ছে না বিএনপি সমর্থকরা!

সরিষাবাড়ি সংবাদদাতা, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীর জমিতে সেচ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল দক্ষিণ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 
ভুক্তভোগী কৃষক চুনিয়া পটল দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মৃত ময়ান উদ্দিন মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন স্থানীয় কর্মী। অভিযুক্ত চুনিয়াপটল গ্রামের পিডিবি’র অধীন সেচ পাম্প মালিক হুরমুজ আলী, ট্রাক্টর মালিক লাভলু মিয়া ও দেলোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা। তার সবাই জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক। এদিকে হালচাষ ও সেচ না পাওয়ায় ৪০ শতাংশ ভূমি অনাবাদী হয়ে পড়ে থাকায় পরিবার পরিজন নিয়ে হতাশায় ভুগছেন কৃষক মোফাজ্জল হোসেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চুনিয়া পটল দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মৃত ময়ান উদ্দিন মন্ডল এর ছেলে মোফাজ্জল হোসেন (কেতু মণ্ডল)। তিনি আওয়ামী লীগের একনিষ্ঠকর্মী। তার বাড়ী বিএনপি অধ্যুষিত এলাকায় হওয়ায় তাদের কথামত চলাফেরা না করার জের ধরে অভিযুক্তরা তার ক্ষেতে হালচাষ ও সেচ দিচ্ছে না। বিএনপি সমর্থকরা বিভিন্ন সময়ে নানা হয়রানিমূলক আচার-আচরণসহ মিথ্যা মামলা দায়ের করার জন্য উস্কানী অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় কেতু মন্ডলের ৪০ শতাংশ ভূমির সরিষা আবাদ শেষে বোর ধান আবাদ করতে চাইলেও চুনিয়াপটল গ্রামের পিডিবি’র অধীন সেচ পাম্প মালিক হুরমুজ আলী, তোফাজ্জল হোসেন তার জমিতে পানি সেচ দিচ্ছে না এবং ট্রাকটর মালিক লাভলু মিয়া ও দেলোয়ার হোসেন হাল চাষ করে দিচ্ছেনা।

সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিরন জানান, মোফাজ্জল হোসেন স্থানীয় আওয়ামী লীগের একজন একনিষ্ঠকর্মী। তার সাথে এরকম অমানবিক আচরণ মোটেও ঠিক হচ্ছে না।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাক্টর মালিক লাভলু। তিনি বলেন, সরিষা উঠানোর পর মোফাজ্জল হোসেন কেতু মন্ডল আমাকে তার জমিতে হালচাষ করতে  বলে নাই। আমাকে বললে অবশ্যই চাষ দিতাম।

সেচ মালিক হুরমুজ আলী বলেন, আমাকে পানি দিতে বলে নাই। তাই আমি পানি দেই না‌ই। আমাকে বললে অবশ্যই পানি দিতাম।

এ বিষয়ে  জানতে চাইলে সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, মোফাজ্জল হোসেন (কেতু মন্ডল)  আওয়ামী লীগের একজন কর্মী। তার জমিতে পানি সেচ ও ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে দিতে অনীহা প্রকাশ করা ঠিক হয়নি। এ বিষয়টি খোঁজখবর নিয়ে একটা বিহীত করার চেষ্টা করব হবে তিনি বলেন।

এদিকে ভুক্তভোগী কৃষক মোফাজ্জল হোসেন স্থানীয় প্রশাসনের নিকট এলাকার বিএনপির কুটকৌশলীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবিসহ তার জমিতে বোরো ধান আবাদ করার সু-ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জানান কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এক ইঞ্চি জায়গাও অনাবাদী রাখা যাবেনা। সরকারের এ নির্দেশনাকে যারা ব্যাহত করার চেষ্টা করছে তাদের সাথে সংশ্লিষ্ট ব্লকের  উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে জানান।