
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা জননেতা শফিক আহমেদ খান। এ উপলক্ষে রবিবার বিকাল ৫ টায় রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সংবর্ধনা আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলন, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন, বাড্ডা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিকদার সুমন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম রাকিব, বাড্ডা থানা সভাপতি আকাশ আহমেদ বাবু, ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনী প্রমুখ।