Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়া বস্তাবন্দী করে দুই বছরের শিশু হত্যা চেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়া বস্তাবন্দী করে দুই বছরের শিশু হত্যা চেষ্টা

June 25, 2023 10:29:22 PM   উপজেলা প্রতিনিধি
আশুলিয়া বস্তাবন্দী করে দুই বছরের শিশু হত্যা  চেষ্টা

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের ঘোষ বাগ বাগান বাড়ি এলাকায়  ২ বছর ৪ মাসের শিশু হুরায়রাকে বস্তা বন্দী করে হত্যার চেষ্টা করেছে বলে জানা যায়।

শিশুটির স্বজনরা জানায়, শনিবার সকাল ৯ টা থেকে শিশুটিকে  খুঁজে পাওয়া যাচ্ছিলোনা ঐ এলাকায়  খুঁজে না পেয়ে ঘোষবাগ এলাকার মসজিদের মাইকে জানানো হয়। অনেক সময় অতিবাহিত হলে দুপুর ২ টায় একজন টোকাই এলাকার একটি চিপা গলিতে বোতল খুঁজতেগেলে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায় সে বস্তার মুখটি খুলে দেখে একটি বাচ্চা পড়ে আছে। তখন সে বস্তাটি রেখে চিৎকার করতে থাকে মানুষের বাচ্চা বলে একপর্যায়ে টোকাই সেখান থেকে চলে যায়। পরে এলাকাবাসী বস্তাটি নিখোঁজ শিশু হুমায়রার নিথর অবস্থায় পায়। ঘোষ বাগ এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে তারা অপারগতা স্বীকার করে পরে তাকে আশুলিয়া নারী শিশু হাসপাতালে নেয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করেন।

শিশুটির নাম হুমায়রা, বয়স দুই বছর চার মাস। পিতার নাম আজিজুর সবজির ব্যাবসা করেন। মায়ের নাম জোসনা বেগম, তিনি রাফিকুল ইসলাম কাজী বাড়িতে ভাড়া থাকে।

পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে দাবি করে এই ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন শিশুটির স্বজনরা।