
স্টাফ রিপোর্টার:
আশুলিয়া জামগড়া মনির মার্কেট এলাকায় বিমল চন্দ্র মণ্ডল (৫৫) এক ব্যক্তিকে কাপড় কাটার কাঁচি দিয়ে খুন করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামগড়া মনির মার্কেট আবুল হোসেন ভূঞার ৫ তলা বাড়ির ৩য় তলায় এই হত্যকাণ্ড হয়।
বিমল চন্দ্র মণ্ডল (৫৫) মৃত কৃতিস চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওয়ারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি, অনেকদিন ধরে আশুলিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, বিমল চন্দ্র স্ত্রী এবং মেয়ে গার্মেন্টস শ্রমিক বিকেল চারটার দিকে মেয়ে পূর্ণিমা রানী বাসায় আসলে বাবাকে এ অবস্থা দেখতে পায় তখন সে চিৎকার দিয়ে সকলকে ডাকাডাকি করে। ঘটনাটি ৪ ঘণ্টা পরও বাসার কেউ পুলিশ প্রশাসনকে জানায় নি। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে আসলে তাদের ভিতরে ঢুকতে দেয়া হয়নি।
এদিকে সাংবাদিকরা বিষয়টি পুলিশ জানালে পুলিশ পুলিশ ও র্যাব গঠনস্থলে এসে মৃত ব্যক্তিকে উদ্ধার করেন। সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব-৪। আটকরা হলো- জাহিদ হোসেন ভূঞা (২৫), শুভ হোসেন ভূঞা (২৩), এবং বিমল চন্দ্র মণ্ডলের স্ত্রী বারুল ও মেয়ে পূর্ণিমা রানী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।