
আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল এন্ড রিসার্চ (নিটার) এর নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সাভারের উপজেলার পাথালিয়া ইউনিয়নের ইনস্টিটিউট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিটার অধ্যক্ষ মোহাম্মদ জোনায়েবুর রশীদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- নবীনদের আমরা আশ্বস্ত করতে চাই বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠান একটি যুগ উপযোগী প্রতিষ্ঠান। বিশ্ব শিল্পায়নের যুগে গার্মেন্টস শিল্প ভূমিকা রাখছে বাংলাদেশ। গার্মেন্টস শিল্পের সাথে টেক্সটাইল জড়িত। ভবিষ্যতে টেক্সটাইল শিল্প বিকাশে শিক্ষার্থীদের অবদান থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিটিএমএ’র প্রেসিডেন্ট ও উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক, বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অধ্যাপক ড. হাফিজ মুহম্মুদ হাসান বাবু।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।