Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক

October 05, 2022 05:08:51 AM   আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক

ইউরোপের দেশ চেক রিপাবলিক ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ১৩ লাখ ডলার তুলেছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর জন্য আধুনিক মানের ট্যাংক কেনার জন্য এভাবে টাকা তোলা হয়েছে। ক্যাম্পেইনটি চালানো হয়েছে 'পুতিনের জন্য একটি উপহার' শিরোনামে। তাতে মোট ১১ হাজার ২৮৮ জন অর্থ দিয়েছেন। আয়োজকরা বলছেন, এভাবে ইউক্রেনের জন্য এটাই প্রথম অস্ত্র কেনার ঘটনা।
সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক আধুনিক করে নাম দেওয়া হয়েছে টমাস। এটিই ইউক্রেনে পাঠানো হবে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ট্যাংক কিনে ইউক্রেনে দেওয়ার বিষয়ে চেক রিপাবলিকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইউক্রেনের দূতাবাসের সমর্থন রয়েছে। এক টুইট বার্তায় চেক রিপাবলিকের প্রতিরক্ষামন্ত্রী জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ৭ অক্টোবর। তার জন্মদিন উপলক্ষে উপযুক্ত উপহার কিনেছেন (ক্রাউডফান্ডিংয়ে) অংশগ্রহণকারীরা।