
খাগড়াছড়ি সংবাদদাতা:
পার্বত্য উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন জরুরি। পিছিয়ে থাকলে চলবে না, আমাদের অগ্রদূত হতে হবে। ইক্ষু চাষ ও চিনা বাদাম উৎপাদনের ওপর গুরুত্ব দিলে পাহাড়ের উন্নয়ন অনেকাংশে বেড়ে যাবে, পাশাপাশি বেকারত্বের হারও কমবে।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা লোক দেখানো কোনো কিছু বিশ্বাস করেন না। প্রশাসনের কার্যক্রম যেন শুধুমাত্র দেখানোর জন্য না হয়, বরং তা জনবান্ধন ও জনসেবামূলক হতে হবে। সামনে রমজান মাস আসছে, কেউ যেন পণ্যের দাম অযথা বাড়াতে না পারে, মজুদদারিও না করতে পারে—এ বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পরিবেশ রক্ষায় ইটভাটা ও তামাক চুল্লির ওপর নজর দিতে হবে, যেন পাহাড়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।’
পার্বত্য জেলা পরিষদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘পার্বত্য জেলা পরিষদের জন্য শক্তিশালী আইন রয়েছে। পার্বত্য মন্ত্রণালয় তাদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের কাছে ২৮-৩০টি বিভাগ হস্তান্তর করা হয়েছে। পরিষদগুলোর বোঝার সমস্যা হলে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা।
এর আগে, সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা। এরপর নবনির্মিত সদর উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।