Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস

October 20, 2024 01:24:36 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে গোপন মার্কিন নথি ফাঁস

ইরানের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অতিগোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এ তথ্য তিনটি সূত্র নিশ্চিত করেছে, যেখানে নথিগুলো সঠিক বলেও উল্লেখ করা হয়েছে।

গোপন নথির ফাঁসকে ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন একজন মার্কিন কর্মকর্তা। এই নথিগুলোর মধ্যে ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ উল্লেখ রয়েছে, তবে এগুলো অনলাইনে ছড়িয়ে পড়ে গত শুক্রবার। ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে টেলিগ্রামে নথিগুলো প্রকাশিত হয়।

নথিগুলোতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির বর্ণনা রয়েছে। একটি নথিতে বলা হয়েছে, ‘ন্যাশনাল জিওসপ্যাটিয়াল–ইন্টেলিজেন্স এজেন্সি’ এ তথ্য তৈরি করেছে এবং ইসরায়েল তার অস্ত্রশস্ত্র মোতায়েন করছে।

আরেকটি নথিতে, ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ ইসরায়েলি বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়া চালানোর কথা উল্লেখ করেছে, যা ইরানে হামলার প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলেন, গোপন নথির ফাঁস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভবিষ্যৎ সমন্বয় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ফাঁস হওয়া নথিগুলোর তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), পেন্টাগন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা।

এদিকে, ইরান ১ অক্টোবরের হামলার জবাব হিসেবে ইসরায়েলে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার প্রতিশোধ নিতে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। ফাঁস হওয়া নথিগুলোতে ইসরায়েলি পরমাণু অস্ত্রের বিষয়ে যে কোনো পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইক মুলরয় বলেন, “এ ঘটনা নিরাপত্তা ব্যত্যয়ের প্রমাণ এবং আস্থার ক্ষয়ে পরিণত হতে পারে।”

নথিগুলো কীভাবে প্রকাশ্যে এল, তা এখনও স্পষ্ট নয়, তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের হ্যাকিং তৎপরতার বিষয়ে উচ্চ সতর্কতায় রয়েছে।