
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল ওয়াদুদ দুলাল (৫০) কে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল হান্নান (৬০) ও তার ছেলে মো. রায়হান (২৫) এর বিরুদ্ধে। গত মঙ্গলবার (০৬ মে) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ওই দিন সন্ধ্যায় হামলাকারী হান্নান ও রায়হানকে গ্রেপ্তার করে। আজ বুধবার (০৭ মে) দুপুরে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলালের বাড়ির সামনে পুকুরপাড়ের টিনের বেড়া খুলে নেওয়ার সময় বাধা দিলে আব্দুল হান্নান ও তার ছেলে রায়হান প্রথমে লোহার রড দিয়ে পেটায় এবং পরে দা দিয়ে ঘাড়ে কোপ দেয়। দুলালের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলার অবনতি হয়, যা পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর অভিযোগ, হান্নান একজন চিহ্নিত দাঙ্গাবাজ ও মামলাবাজ ব্যক্তি। তিনি বিভিন্ন সময় মানুষকে ফাঁসিয়ে হয়রানি করে এবং মসজিদের নামে অর্থ আদায় করে প্রতারণা করেন। এমনকি সম্প্রতি ময়মনসিংহ শহরে প্রতারণার অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিনি। তার ছেলে রায়হানের বিরুদ্ধেও থানায় বলৎকারের মামলা রয়েছে।
আহত দুলাল বলেন, “হান্নান ও তার ছেলে দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি করে আসছে। জমি দখলের চেষ্টায় আমাকে প্রাণে মারতে চেয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী।