Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / উন্নয়নের স্বার্থে লালমনিরহাট-১ আসনের মানুষ আবার নৌকায় ভোট দিবে : মোতাহার হোসেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

উন্নয়নের স্বার্থে লালমনিরহাট-১ আসনের মানুষ আবার নৌকায় ভোট দিবে : মোতাহার হোসেন

December 19, 2023 05:38:42 PM   উপজেলা প্রতিনিধি
উন্নয়নের স্বার্থে লালমনিরহাট-১ আসনের মানুষ আবার নৌকায় ভোট দিবে : মোতাহার হোসেন

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাট-১ পাটগ্রাম হাতীবান্ধা আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে সারাদেশের মতো লালমনিরহাট ১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের মানুষ আবারও নৌকায় ভোট দিবেন’।

মঙ্গলবার পাটগ্রাম উপজেলায় নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি মোতাহার হোসেন বলেন, ‘পাটগ্রাম ও হাতীবান্ধা  উপজেলার ব্যবসায়ীরা আমার সময়ে কখনও কোনো সমস্যার সম্মুখীন হননি।কেউ চাঁদাবাজি করার সাহসও পায় নি।এবং উন্নয়ন এতোটাই ছিল যে মানুষ শান্তিতে ছিল,আর শান্তি পক্ষে থেকেই আবারও নৌকায় ভোট দিবে’।

তিনি আরও বলেন, গর্বের সঙ্গে আমরাও বলতে পারি পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার মানুষ স্মার্ট নাগরিক। আমার এই মানুষগুলোর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে।তাঁরা উন্নয়নের স্বার্থে আবারও নৌকাকে বিজয়ী করবে।এবং এবারও বিপুল ভোটে নৌকার বিজয়ের মধ্য দিয়ে এই আসনটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা আক্তার,যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া মির্জাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।