Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ বিএনপি নেতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ বিএনপি নেতার

May 03, 2024 07:26:58 PM   জেলা প্রতিনিধি
উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ বিএনপি নেতার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন সদর থানা বিএনপি। শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে বিএনপি কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, এই অবৈধ সরকার গত সংসদ নির্বাচনের মত উপজেলাতেও ডামি নির্বাচন করতে যাচ্ছে। গত সংসদ নির্বাচনের মত জনসাধারণ উপজেলা নির্বাচনেও ভোট দানে বিরত থাকবে। নেতৃবৃন্দ আরো বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান আছে এবং থাকবে। জনগণের পক্ষে আমরাই বিজয়ী হবো।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রিজভী, বিএনপি নেতা শরীফ সিদ্দিকী, মিজানুর রহমান, মোহাম্মদ আজাহার, যুবদল নেতা আলামিন, কাউসার মোল্লা, জাহাঙ্গীর সিকদার, রফিকুল ইসলাম রবিন, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, জুলহাস উদ্দিন লাভলু মিয়া, জাসাস নেতা জসিম উদ্দিন শেখ, শরিফুল বাশার সজল, নদু মিয়া প্রমুখ।