Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / উল্টো পথে আসা অটোরিকশার সাথে বেপরোয়া তাকওয়ার সংঘর্ষে অটোচালক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উল্টো পথে আসা অটোরিকশার সাথে বেপরোয়া তাকওয়ার সংঘর্ষে অটোচালক নিহত

March 30, 2025 12:39:16 PM   অনলাইন ডেস্ক
উল্টো পথে আসা অটোরিকশার সাথে বেপরোয়া তাকওয়ার সংঘর্ষে অটোচালক নিহত

গাজীপুর সংবাদদাতা:
উল্টো পথে আসা অটোরিকশার সাথে বেপরোয়া গতিতে ছুটে যাওয়ার তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত ও অন্তত আরো ৩ জন আহত হয়েছেন।

রবিবার(৩০ মার্চ) সকাল ৭ টায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপালের পাঠিয়েছে স্থানীয়রা। আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিহত অটোরিকশা চালক হলেন- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চন্ডিপাড়া এলাকার হিরো সরকারের ছেলে হালিম ওরফে জুয়েল সরকার(২৫)। নিহত হালিম গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানায়, গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের একটি মিনি বাসের সাথে উল্টো পথে আসা যাত্রী বোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাকওয়া পরিবহনের ওই মিনিবাস ও অটোরিকশা সরিয়ে নেয়।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নজরুল ইসলাম অটোরিকশা চালক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।