
পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় প্রতি রাতেই হচ্ছে চুরি। চোরের দাপটে রাতের আড়ামের ঘুম হারাম হতে চলেছে উপজেলাবাসীর। ব্যাবসা প্রতিষ্ঠান, নাট্য প্রতিষ্ঠান কিম্বা বাসা বাড়ী, এ সবকিছুর উপরেই রয়েছে চোরদের নিয়ন্ত্রণ। মূল্যবান জিনিসপত্র তো বটেই জল তোলার টিউবয়েল বা রান্নার হাড়ি পাতিল-কোন কিছুই রেহাই পাচ্ছে না চোরদের হাত থেকে। থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে বিষয়টি জানা গেছে।
তথ্যমতে, গত ২৫ ফেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার তিন ইউনিয়নের মোহনা দত্বের হাটের নুর ষ্টোর ও মায়ের দোয়া গার্মেন্টসে চুরি হয়। দোকানে প্রবেশ পথের সামনে নাইটগার্ড দাঁড়িয়ে থাকা অবস্থায় চোর উপরের টিন খুলে ভিতরে প্রবেশ করে নগত টাকা ও মালামাল নিয়ে যায়।
১৯ ফেব্রুয়ারী রাতে হাবাসপুর চরপাড়া মোড় (মন্ডল ট্রেডার্স) আজাহার মন্ডলের পাইকারি দোকানে উপরের টিন খুলে ভিতরে প্রবেশ করে নগত টাকা ও ৯০ হাজার টাকা মূল্যের সিগারেট নিয়ে যায় চোর।
ঐদিন দুপুরে পাংশা লিজা হেলথ্ কেয়ারের কর্ণার থেকে বায় সাইকেল চুরি হয়।
১৬ ফেব্রুয়ারী রাতে কোলানগর মমিন মন্ডলের বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটে। একই রাতে শহরের লিজা হেলথ্ কেয়ার এর পার্শ্বে এক খরি ব্যাবসায়ীর দোকান ঘরের টিনের বেড়া কেটে ওজন দেয়া লোহার কিছু বাটকারা নিয়ে যায় চোর।
৪ ফেব্রুয়ারী দিবাগত রাতে মৈশালা মেসার্স সরদার পাথর পিলার এন্ড সেনেটারী থেকে পানির পাম্প চুরি হয়। একই স্থান থেকে তার দু দিন আগে চুরি হয় টিউবয়েল।
২৭ জানুয়ারী দিবাগত রাতে পাংশা পৌরভবন এরিয়ার মধ্যে অবস্থিত পাংশা নাট্টালোকের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৫ টি সিলিং ফ্যান ও ৬ টি সাউন্ডবক্স নিয়ে যায় চোরের দল।
গত ২৫ জানুয়ারী দিবাগত রাতে শহরের মৈশালা মাদ্রাসা পাড়া এলাকার এক বাড়ি থেকে গোড়া থেকে টিউবয়েল খুলে নিয়ে যায় চোর।
একই এলাকার পার্শ্ববর্তি এক বাসা থেকে হাড়ি পাতিল সহ সাংষারিক জিনিসপত্র চুরি হয়। একই রাতে পাংশা পৌরসভার পিছনে লিজা হেলথ্ কেয়ার সংলগ্ন সূজন টি ষ্টল থেকে নগত টাকা, সিগারেট ও টেলিভিশন চুরি হয়।
ওই মাসেই পাংশা সরদার বাসষ্ট্যান্ড এলাকার পেট্রল পাম্পের পাশে সুমন সাইকেল ষ্টোর থেকে একটি ল্যাপটপ ও নগত টাকা চুরি হয়। এবং ওই রাতেই পার্শবর্তি বিশ্বাস মার্কেটের শামিম ট্রেডার্স এন্ড অটোজ, রাজ্জাক মটরর্স সহ কয়েকটি দোকান থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়।
গত ১৪ ডিসেম্বর বিকেল বেলা পৌর শহরের মৈশালা ষ্ট্যান্ড এলাকা থেকে নামে এক ব্যাক্তির suzuki gixxer ১৫৫ সিসি মোটর সাইকেল চুরি হয়। এত গেলো কয়েকটা। এছাড়াও রয়েছে অনেক চুরির ঘটনা। এছাড়াও গতমপুর স্লুইস গেট বাজারের রিপন টি ষ্টলের টেলিভিশন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি সহ ঘটছে নানান চুরি ঘটনা।
হরহামেশাই এমন চুরির ঘটনা সাধারন মানুষকে ভাবিয়ে তুললেও প্রশাসন এ বিষয়ে কতটা ভাবছেন সেটা বলা মুশকিল। তারপরও আমরা আশা রাখি প্রশাসন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবেন। তবে এ সকল চুরি রোধ করতে হলে জনসাধারণকেও হতে হবে সচেতন-থাকতে হবে সতর্ক।