Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / এক বছরেও সন্ধান মেলেনি ভেড়ামারার জিকে ক্যানাল থেকে উদ্ধার লাশের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এক বছরেও সন্ধান মেলেনি ভেড়ামারার জিকে ক্যানাল থেকে উদ্ধার লাশের

July 08, 2023 04:23:18 PM   উপজেলা প্রতিনিধি
এক বছরেও সন্ধান মেলেনি ভেড়ামারার জিকে ক্যানাল থেকে উদ্ধার লাশের

ভেড়ামারা সংবাদদাতা, কুষ্টিয়া:
এক বছরেও সন্ধান মেলেনি ভেড়ামারার পদ্মা নদীর পশ্চিম পাশ্বের জিকে ক্যানাল থেকে উদ্ধার অজ্ঞাত লাশের। পরে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল ২০২২ তারিখ বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন পাওয়ার হাউস কলোনীর বাহির চর এলাকার পদ্মা নদীর পশ্চিম পাশে জিকে ক্যানালের মাথা থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর, তিনি মুসলমান পুরুষ। এ বিষয়ে প্রথমে ভেড়ামারা থানায় অপমৃত্যু দায়ের হয়। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ভেড়ামারা থানায় পেনাল কোডের  ৩০২/২০১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪, তারিখ- ০২/০৭/২০২২। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও নানাভাবে খোঁজখবর করেও লাশের পরিচয় সনাক্ত করতে পারে নি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. জামাল মিয়া বলেন, মামলার পরেও দীর্ঘদিন ধরে তদন্ত করেও আমরা লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশটির দাফন সম্পন্ন করা হয়। উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় জানা থাকলে এই মোবাইল নাম্বারে (০১৭১২-০২৯২৬৬ (তদন্তকারী কর্মকর্তা), ০১৩২০-১৬৫৩৩০ (ওসি, ভেড়ামারা থানা) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।