Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ‘একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন’র অফিস উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন’র অফিস উদ্বোধন

August 18, 2023 08:23:42 PM   উপজেলা প্রতিনিধি
‘একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন’র অফিস উদ্বোধন

মিন্টু হোসাইন:
কুষ্টিয়ার ভেড়ামারায় মানবিক সংগঠন ‘একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন’র অফিস এর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ভেড়ামারার সনো গলিতে সংগঠনটির সাথে যুক্ত নবীন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, কবি মোজজাম্মেল হক বিশ্বাস, আউশ চেয়ারম্যান এনামুল কবির রকিব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং নবীনদের সামাজিক কাজে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানান। সংগঠনটি মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে এমনটাই সকলের প্রত্যাশা।