Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / এটিএম আজহারুলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ-মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এটিএম আজহারুলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ-মিছিল

February 18, 2025 06:09:49 PM   অনলাইন ডেস্ক
এটিএম আজহারুলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ-মিছিল

পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনায় ও জেলা জামায়াতের নায়েবে আমির অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মফিজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সূফী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, শহর জামায়াত আমির জয়নাল আবেদীন ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলামকে ২০১৩ সাল থেকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। মামলায় ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, অথচ এর চেয়ে বড় আসামিরাও জামিন পেয়েছেন। তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন এবং রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

এর আগে, জেলার পাঁচ উপজেলা থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে সেখানে আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শ্লোগান দেওয়া হয়। বিক্ষোভে জেলার পাঁচ উপজেলার প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন বলে দাবি করেছেন আয়োজকরা।