Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / এটাই কি মেসির শেষ বিশ্বকাপ? জবাব দিলেন স্কালোনি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এটাই কি মেসির শেষ বিশ্বকাপ? জবাব দিলেন স্কালোনি

December 13, 2022 11:30:29 PM   ক্রীড়া ডেস্ক
এটাই কি মেসির শেষ বিশ্বকাপ? জবাব দিলেন স্কালোনি

এখন পর্যন্ত কোনো সন্দেহ নেই যে এটাই আর্জেন্টিনা মহাতারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তার বয়স সেটাই বলছে। বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেও এমনটাই ইঙ্গিত দিয়েছেন।  আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে বলেই বিষয়টা আরও বেশি করে সামনে আসছে।
মেসি কি আর দুটি ম্যাচ জিতে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন? কিংবা ৩৫ বছর বয়সী মেসি মত বদলে কি আরও একটি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেবেন?
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে উঠে এলো এই প্রশ্ন। জবাবে স্কালোনি বলেন, 'দেখা যাক সে (দেশের হয়ে) খেলা চালিয়ে যায় কি না। তখন আমরা নিশ্চিত হতে পারব, তার খেলাটা উপভোগ করে যেতে পারব কি না। ' ১৯৩০, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রতিবার ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। তবে স্কালোনি ভাবছেন পরবর্তী ম্যাচ নিয়ে, 'আমাদের সঙ্গে গোটা দেশের সমর্থন আছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না। '
স্কালোনি আরও জানিয়েছেন, চোটাক্রান্ত রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়া ভালো আছেন। তবে কে কত মিনিট মাঠে থাকবেন কিংবা থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের কৌশল নিয়ে আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, 'নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের বিপক্ষে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, তেমন প্রস্তুতিই থাকবে। সৌদি আরবের কাছে হারের পর থেকেই সব ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবাই জানে আমরা নিজেদের সেরাটাই দেব। '