
তারকা খেলোয়াড়দের ব্যবহৃত যেকোনো জিনিস নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আর তা যদি হয় লিওনেল মেসির জার্সি, তাহলে তো কথাই নেই। সম্প্রতি মেসির স্বাক্ষর করা একটি জার্সি নিলামে উঠেছে। সেটি পেতে ভক্তদের মধ্যে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এই জার্সিটি ছিল ৯৫ বছর বয়স্ক অভিনেতা মিরথা লেগ্রান্ডের কাছে। তিনিই মেসির স্বাক্ষর করা ১০ নম্বর এই জার্সিটি নিলামে তুলেছেন। এর প্রাথমিক দাম ধরা হয়েছে ২৭০০ ডলার। জানা গেছে, নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তার পুরোটাই ভিক্টোরিয়া টেটামান্টি ম্যাটেরনাল অ্যান্ড চাইল্ড হসপিটালে দেবেন লেগ্রান্ড।
নিলামে তোলার আগে জার্সির বিষয়ে লেগ্রান্ড জানান, মেসির মা ফোন করেছিলেন তাকে। তার অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। এরপর তাকে মেসির স্বাক্ষর করা জার্সিটি উপহার দেন। তিনি আরও জানান, মেসির জার্সিটি আমরা হাসপাতালের জন্য নিলাম করছি।