Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / এবার নেপচুনের স্পষ্ট ছবি পাঠাল জেমস ওয়েব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এবার নেপচুনের স্পষ্ট ছবি পাঠাল জেমস ওয়েব

September 24, 2022 09:41:19 PM   আন্তর্জাতিক ডেস্ক
এবার নেপচুনের স্পষ্ট ছবি পাঠাল জেমস ওয়েব

শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ জেমস ওয়েব এবার সৌরজগতের গ্রহ নেপচুনের অনেক ছবি পাঠিয়েছে। এসব ছবি দেখার পর নেপচুন সম্পর্কে মহাকাশ বিজ্ঞানীরা আরো কৌতূহলী হয়ে উঠেছেন। ওয়েবের তোলা ছবিতে গ্রহটিকে বেষ্টন করে থাকা বলয়গুলো আগের ছবির তুলনায় অনেক স্পষ্ট। ১৯৮৯ সালে বরফে আচ্ছাদিত নেপচুন গ্রহের সর্বশেষ ছবি তোলা হয়।
ওই সময় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোযান ভয়েজার-২ গ্রহটির পাশ দিয়ে অতিক্রম করে। ভয়েজার-২ তখন নেপচুনকে পর্যবেক্ষণ করে ও ছবি তোলে। তারপর এবার জেমস ওয়েব নেপচুনের এই স্পষ্ট ছবি পৃথিবীবাসীর নজরে  আনল। মহাকাশ গবেষকরা বলছেন, গত ৩০ বছরের মধ্যে সৌরজগতের শেষ গ্রহটির এত ঝকঝকে ছবি পাওয়া যায়নি। এর আগের ছবিতে নেপচুনের বলয় এত স্পষ্ট দেখা যায়নি। পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব তার তিন গুণ দূরে নেপচুনের অবস্থান। সে কারণে এটি অতি শীতল। তাই এটিকে অনেকে ‘বরফের পিণ্ড’ বলে থাকে।