Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / এয়ারপোর্ট থেকে শিববাড়ী সড়কে চালু হয়েছে বিআরটিসি বাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এয়ারপোর্ট থেকে শিববাড়ী সড়কে চালু হয়েছে বিআরটিসি বাস

December 15, 2024 12:30:18 PM   জেলা প্রতিনিধি
এয়ারপোর্ট থেকে শিববাড়ী সড়কে চালু হয়েছে বিআরটিসি বাস

গাজীপুরে এয়ারপোর্ট থেকে শিববাড়ী পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে বিআরটি প্রকল্পের আওতায় বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। একই সঙ্গে জয়দেবপুর-ঢাকা রুটে কমিউটার ট্রেন সার্ভিসও চালু হয়েছে। রোববার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ফিতা কেটে এ দুটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিআরটি বাস সার্ভিসের আওতায় প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস এ রুটে চলাচল করবে। অন্যদিকে, জয়দেবপুর-ঢাকা রুটে চারটি কমিউটার ট্রেন যাত্রী পরিবহন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল করিম বলেন, গাজীপুরবাসীর যাতায়াত সুবিধার্থে এ দুটি প্রকল্প চালু করা হয়েছে। বিআরটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন শেষ হওয়ার আগেই যাত্রীসেবা সহজলভ্য করার জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের জুন মাসের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিআরটি প্রকল্পের সওজ অংশের ৯৭.৬৯%, বিবিএ অংশের ৯৬.৫৭%, এবং এলজিইডি অংশের ১০০% কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে প্রকল্পের ৯৭.৪৩% কাজ শেষ হয়েছে।

এ দুটি সেবার মাধ্যমে গাজীপুরের যাত্রীসাধারণের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত ও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।