
গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের কাউনিয়া থানাপুলিশ অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। তারা হলেন- গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া শেখপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন অপরজন আরপিএমপি হারাগাছ থানার বধুকমলা গ্রামের আব্দুল গফুরের ছেলে হামিদুল ইসলাম বোল। গত বৃহস্পতিবার রাত পৌঁনে ৮টার দিকে এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কুর্শা ইউনিয়নে মীরবাগ-বকুলতলা সড়কের চন্ডিপুর বালাপাড়া এলাকায় নিশাত ষ্টোরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃর্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ।