Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

March 10, 2023 07:58:19 PM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কাউনিয়া প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান প্রমূখ।

সভায় অগ্নিকান্ড, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত ও ঘুর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন এবং এসব বিপদে আতঙ্কিত না হয়ে বরং তা মোকাবিলা করার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।