Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় জীম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

কাউনিয়ায় জীম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল

April 12, 2023 08:49:20 PM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় জীম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় জীম এগ্রো'র ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিনের উদ্যোগে মঙ্গলবার (১১ এপ্রিল) তার বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, হারাগাছ ইউপির সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া, কাউনিয়া থানার এসআই বুলবুল, এএসআই এনামুল, আ.লীগের হারাগাছ ইউনিয়ন সভাপতি ইয়াছিন আলী বাবু, শহীদবাগ ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ, বালাপাড়া ইউনিয়ন সম্পাদক মশিউর রহমান মুশি, সহকারী অধ্যাপক আবু দাউদ মো. আশরাফুল আরেফিন হিমেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন,  জীম এগ্রো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিন, তার পিতা আলহাজ্ব হযরত আলী প্রমূখ।

ইফতারের পূর্বে দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আব্দুর রহমান দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাতেন। অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।