Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় নব্বই দশক ছাত্রলীগের ঐতিহাসিক ৭ মার্চ পালন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় নব্বই দশক ছাত্রলীগের ঐতিহাসিক ৭ মার্চ পালন

March 08, 2023 06:58:52 AM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় নব্বই দশক ছাত্রলীগের ঐতিহাসিক ৭ মার্চ পালন

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে নব্বই দশকের ছাত্রলীগ ও আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

কাউনিয়া বাসস্টান্ডে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগ আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, নব্বই দশক ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নব্বই দশক ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম, কাউনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, আ.লীগ টেপামধুপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কাদের, বালাপাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, কুর্শা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, শহীদবাগ ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী রানা, সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল লতিফ প্রমূখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইউছুব আলী।