Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

May 29, 2023 06:44:58 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ শ্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে জানো প্রকল্পের সহযোগিতায় সোমবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জুনিয়র কনসাল্টেশন (গাইনী) ডাঃ সিনথিয়া সিদ্দিকা, ডাঃ হুমায়ুন কবির, মেডিকেল অফিসার (এফপি) ডাঃ মিরাজুল মুহাইমিনা, আরডিআরএস প্রতিনিধি নাজমুল হুদা, গোলাম কিবরিয়া, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার কল্পনা রানী, ফিল্ড অফিসার হরিদাস বর্ম্মন প্রমূখ। এরআগে নিরাপদ মাতৃত্ব দিবসের একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।