
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় সাম্প্রতিক টানাবর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগষ্ট) বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে তিস্তানদী বেষ্টিত ব-দ্বীপ চর ঢুষমাড়া এলাকার ২৫০টি বন্যার্ত পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব মো. আকরাম হোসেন, ইউপি সদস্য মো. শাহ আলম, মোছা. শেফালী বেগম প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার জানান, বন্যায় জরুরী ত্রাণ সহায়তা হিসেবে বালাপাড়া ইউনিয়নে ৬ টন এবং টেপামধুপুর ইউনিয়নে ৫ টন জিআর এর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিস্তানদী তীরবর্তী বন্যা দূর্গত দরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।