Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

August 29, 2023 07:36:17 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কাউনিয়া প্রতিনিধি, রংপুর 
রংপুরের কাউনিয়ায় রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় আজিজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে কচুকাটা ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানাগেছে, পশ্চিম রাজীব গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে আজিজুল ইসলাম নিজবাড়িতে ফেরার সময় রাজীব গ্রামের কচুকাটা ব্রীজের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহতবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।