Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় রেল সেতুর নীচে ডোবা থেকে গাঁজাসহ লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় রেল সেতুর নীচে ডোবা থেকে গাঁজাসহ লাশ উদ্ধার

September 06, 2023 10:16:42 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় রেল সেতুর নীচে ডোবা থেকে গাঁজাসহ লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় মীরবাগ রেল গেটের পূর্বে সাধু লিচু বাগানের কাছে বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রেল সেতুর নীচে ডোবা থেকে মুন্সি আতিকুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লালমনিরহাট সদরের মাষ্টারপাড়া এলাকার মুন্সি খালেকুজ্জামানের ছেলে।

লাশ উদ্ধারের পর তার শরীরে বিশেষ কায়দায় রাখা প্রায় ৩ কেজি গাঁজা, ৫ হাজার ৩শ টাকা ও একটি ছোট ছুরি পাওয়া যায়। লাশের পড়নে ধুসর কালার প্যান্ট, খয়েরি চেক শার্ট, ঘারে ঝুলানো অফিসিয়াল ব্যাগ ও হাতে ঘড়ি পড়া ছিল।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, বুধবার সকালে উপজেলার মীরবাগ রেল গেটের পূর্বে শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগানের কাছে রেল সেতুর নীচে ডোবার পানিতে মধ্যবয়সী এক ব্যক্তির লাশ ভাঁসতে দেখে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী চিৎকার শুরু করেন। নিমিষেই হাজারো মানুষের ঢল নামে ওই এলাকায়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে।

এদিকে, দূর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন রেল সেতুর নীচে ডোবার পানিতে ফেলে দেয় না-কী এটি একটি মাদক পাচার কালে অনাকাঙ্খিত মৃত্যু এ নিয়ে চললে নানা গুঞ্জন। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, লাশ উদ্ধার করে রংপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।