
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম ও তার ভাতিজা রাশেদুন নবী শাহিনের ওপর পুলিশের উপস্থিতিতে হামলা এবং হত্যার চেষ্টাকারীদের বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কাউনিয়া দ্বিমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুখপাত্র আশরাফুল আলম বলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের ছোটভাই এক সময়ের শিবির ক্যাডার আব্দুর রউফ ও তার ছেলে ফজলে রাব্বী চঞ্চলসহ তাদের সহযোগীরা স্থানীয় শহীদবাগ বাজারে পুলিশের উপস্থিতিতে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিমের ওপর নৃশংস হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালায়। তাকে বাঁচাতে এসে গুরুত্বর জখম হন তার ভাতিজা রাশেদুন নবী শাহীন। স্থানীয় লোকজন রক্তাক্তবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা সেবা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম সেলিম।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করতে গেলে থানাপুলিশ মামলা নিতে গড়িমসি শুরু করেছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করার সিন্ধান্ত নেওয়া হয়। খবর পেয়ে জেলা ও কেন্দ্রীয় আ.লীগ নেতৃবৃন্দ কর্মসূচী পালন করতে নিষেধ করেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে শনিবার পর্যন্ত মামলা গ্রহণের সময় বেঁধে দেয়া হলো। এ সময়ের মধ্যে মামলা গ্রহণ না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব, আ.লীগ নেতা আব্দুস সালাম, উপজেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সরকার আবু ফেরদৌস মো. মহসিন হীরা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা ইউছুব আলী, শহীদবাগ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী র প্রমুখ।