Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

August 19, 2023 07:49:50 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

প্রতিনিধি, কাউনিয়া:
রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি নাইট কোচে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানাপুলিশ।

আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মৃত আবর আলীর ছেলে তাজুল ইসলাম ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিলুর খামার এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে শহিদুল ইসলাম। তারা দু’জন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-২৩-২৭০৬) ড্রাইভার ও সুপারভাইজার।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডলের নেতৃত্বে থানাপুলিশের একটি টিম গত শুক্রবার রাত পৌঁনে ১০টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী নাইট কোচ তল্লাশী চালায়। এ সময় ড্রাইভারের পাশে রাখা দুইটি স্কুল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক কারবারির অপরাধে কোচের ড্রাইভার ও সুপারভাইজারকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের কোচটি জব্দ করা হয়।

ওসি তদন্ত জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজ্জু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।