Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ২৬ কেজি গাঁজাসহ আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় ২৬ কেজি গাঁজাসহ আটক ১

August 08, 2023 07:34:57 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় ২৬ কেজি গাঁজাসহ আটক ১

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
বাস যাত্রীবেশে গাঁজা পাচার কালে ফরহাদুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানাপুলিশ। এসময় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার চামটা গুটির গোর গ্রামের মৃত সেকেন্দার আলী ছেলে। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সোয়া ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার কুর্শা ইউনিয়নে বিজলীর ঘুন্টি এলাকায় থানাপুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে ঢাকাগামী আনাস পরিবহন বাসে তল্লাশী করে চটের বস্তায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করে। বাস যাত্রীবেশে উদ্ধারকৃত গাঁজা নিয়ে মাদক কারবারি ফরহাদুল ইসলাম ঢাকা যাচ্ছিলেন। ওসি জানান, ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গতকাল মঙ্গলবার রংপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।