Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাঁচাবাজার দখল করে বিএনপি নেতার চাঁদাবাজি, আদালতে মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাঁচাবাজার দখল করে বিএনপি নেতার চাঁদাবাজি, আদালতে মামলা

February 04, 2025 08:00:08 PM   উপজেলা প্রতিনিধি
কাঁচাবাজার দখল করে বিএনপি নেতার চাঁদাবাজি, আদালতে মামলা

শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি:
কাঁচাবাজার দখল করে চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজ্জাক মাদবরসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাজার মালিক ব্যবসায়ী মজিবুর বানিয়ার ছেলে সামিউল ইসলাম জীম মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য শরীয়তপুর সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী সামিউল ইসলাম জীম জানান, বিকেনগর আনন্দ বাজার ও এর পাশে তার বাবা-চাচাদের মালিকানাধীন ৬ একর ২৯ শতাংশ জমি রয়েছে। বাজারের একপাশে তাদের ক্রয়কৃত ১৬ শতাংশ জমিতে তার বাবা প্রায় ১০-১২ বছর আগে আধাপাকা একটি কাঁচাবাজার নির্মাণ করেন। সেখানে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে এবং প্রতি হাটে ব্যবসায়ীদের কাছ থেকে ২০০-৩০০ টাকা ভাড়া নেওয়া হয়। তবে, তার বাবা অন্য একটি মামলায় জেলে গেলে বিএনপি নেতা রাজ্জাক মাদবরের নেতৃত্বে কিছু লোক বাজারটি দখল নেয় এবং দুই হাট ধরে তারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অভিযোগ রয়েছে, তারা ভাড়া আদায়ে বাধা সৃষ্টি করছে এবং ভাড়ার অর্থ নিজেদের দখলে নিচ্ছে।

তবে, কাঁচাবাজার দখল করে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন বিকেনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মাদবর।

স্থানীয়রা জানান, রাজ্জাক মাদবর ৫ আগস্টের আগে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে দলীয় সুবিধা ভোগ করতেন। তবে, ৫ আগস্টের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

স্থানীয়দের আরও দাবি, বাজারটি বিকেনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর মাদবরের জমিতে স্থাপিত হয়েছিল। তবে, কয়েক বছর আগে মজিবুর বানিয়া জমি কিনে নতুন করে ঘর নির্মাণ করেন এবং তিনি বাজারের ভাড়া আদায় করতেন।

বাজারের ব্যবসায়ী রিপন বেপারী, চুন্নু মিয়া, কাঁচামাল ব্যবসায়ী সোবাহান মাঝি, পান ব্যবসায়ী তারা মিয়া জানান, কাঁচাবাজারটি মজিবুর বানিয়া নির্মাণ করেছেন এবং এতদিন তিনিই খাজনা নিতেন। তবে, গত এক সপ্তাহ ধরে রাজ্জাক মাদবর ও মজিবুর মাদবরের লোকজন খাজনা তুলছে এবং দাবি করছে এটি তাদের জায়গা। বাধ্য হয়ে ব্যবসায়ীরা তাদের খাজনা দিচ্ছেন।

এ বিষয়ে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, ৫ আগস্টের পর বিকেনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং আব্দুর রাজ্জাক মাদবর ওই কমিটির একজন সদস্য। তিনি বিকেনগর আনন্দ বাজারের জমি নিয়ে বিরোধের কথা শুনেছেন, তবে চাঁদাবাজির বিষয়ে তার কোনো তথ্য নেই। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাল মাদবর জানান, আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শরীয়তপুর সিআইডি (গোয়েন্দা) পুলিশকে নির্দেশ দিয়েছেন।