
ভ্রাম্যমাণ সংবাদদাতা:
কচুয়া উপজেলার রহিমানগর বাজারের অবস্থিত শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
রবিবার (২৬মার্চ) এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মমিনুর রহমান ভুইয়া (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আমির হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান। সভায় আরও বক্তব্য রাখেন- দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক মো: গিয়াসউদ্দীন, পথিক কুমার মন্ডল, খন্দকার মোশারফ, ছাত্রলীগ নেতা হোসাইন, মো: সবুজ, কাজী মেহেদী হাসান প্রমুখ।