Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

March 27, 2023 02:02:55 AM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
প্রতিবছরের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রামপুর যুব ও সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকালে রামপুর ঈদগাহ মাঠে সংস্থার সভাপতি প্রবাসী কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন ও সমাজ কল্যান সম্পাদক ফারুক হোসেনের দিক নির্দেশনায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থার প্রধান উপদেষ্ঠা কণ্ঠশিল্পী হেলাল উদ্দীন মাইজভান্ডারী জানান,  প্রতিবছরের ন্যায় এবারও আমরা অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছি। বিশেষ ভাবে প্রবাসী ও এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। আমাদের মত অন্যান্য সংগঠন যদি এমনি ভাবে অসহায়দেরকে সহযোগিতা করত তাহলে খুব ভাল হতো। এসময় উপস্থিত ছিলেন- সংস্থার সদস্য আমির হোসেন, সিদ্দিকুর রহমান, হাসান রনি সহ অন্যান্যরা।