Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় আ.লীগের প্রয়াত নেতাদের স্মরণে কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় আ.লীগের প্রয়াত নেতাদের স্মরণে কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল

April 16, 2023 07:44:37 PM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় আ.লীগের প্রয়াত নেতাদের স্মরণে কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন আলমগীর এমপি'র পক্ষ থেকে চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে কোরআন খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে কচুয়া আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুঁইয়ার পরিচালনায় এ খতম-দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিয়া মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী দলীয় অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ। ইফতার পূর্বে প্রয়াত আওয়ামী লীগ নেতৃবৃন্দদের স্মরণে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত।