Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় একাধিকবার নিষেধের পরও রাতের আঁধারে মাটি কেটে নেয়ার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় একাধিকবার নিষেধের পরও রাতের আঁধারে মাটি কেটে নেয়ার অভিযোগ

May 05, 2023 06:17:20 PM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় একাধিকবার নিষেধের পরও রাতের আঁধারে মাটি কেটে নেয়ার অভিযোগ

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নে প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞার পরও রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর-ইসলামপুর সড়কের গোহট নোয়াবাড়ির পশ্চিম পার্শ্বে বিশাল চাষাবাদী কৃষি মাঠ সংলগ্ন ৩০-৪০ ফুট গভীর করে শামিম পাটওয়ারী নামে এক ব্যক্তি মাটি বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয়দের।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ১০টায় সরজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাতেই বিষয়টি কচুয়া থানায় অবগত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান ওই ভূমিদস্যুর বিষয়টি অবগত হলে তিনি তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেনের মাধ্যমে গোহট দক্ষিণ ইউনিয় সহকারী ভূমি কর্মকর্তা কার্তিক চন্দ্র দাসকে দু-দফা সরজমিনে পাঠিয়ে শামিম পাটওয়ারী কে সতর্ক করে ভেকু ও হাইড্রলিক গাড়ি মাটি কাটার স্থান থেকে তুলে দেয় এবং ঈদের পর পুনরায় রাতের অন্ধকারে ওই ঘটনা ঘটিয়ে আসছে।

স্থানীয়রা জানান, প্রায় ১৫-২০ বছর পূর্বে ওই কৃষি জমি মাঠ অংশে এলাকার দুই ব্রীকফিল্ড মালিক দেড় একর কৃষি জমি ক্রয়ের মধ্যে ৮-১০ ফুট করে মাটি কেটে নেয়ার পর মৎস্য চাষের জন্য এক ইউপি সদস্যের নিকট বর্গা দেয়। এতে আস-পাশের কারো কোনো ক্ষতি হয়নি। সম্প্রতি ব্রীকফিল্ড মালিক থেকে ওই ভূমি দস্যু ক্রয় করে এবং মাটি কাটার কোন আইন, নিয়ম,বিধি না নিয়ে এবং না মেনে কৃষি জমিকে ধংশ করে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শামিম পাটওয়ারী আইন-কানুনের প্রতি কোন তোয়াক্কা না করে পানি নিস্কাশনের একটি গুরুত্বপূর্ণ খালের উপর দিয়ে রাস্তা বেঁধে রহিমানগর-ইসলামপুর সড়ক দিয়ে মাটি পারাপার করছে। ভূমিদস্যুদের ভয় আতংকে ভুক্তভোগী সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে সাহস পাচ্ছেনা। তবে সম্পতি বাবুল গাজী নামে এক ব্যক্তি ভূমিদস্যু শামিম পাটওয়ারীর বিরুদ্ধে  উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করলেও কোন অ-দৃশ্যের কারনে তিনি এখন নিরবতা ভুমিকা পালন করছে।

স্থানীয়রা আরো অভিযোগ করেন, গত বছরেও শামিম পাটওয়ারী বর্ষা মৌসুমে ওই স্থান থেকে অবৈধ ড্রেইজার বসিয়ে বালি উত্তোলনের পায়তারা করলে স্থানীয় এক ব্যক্তি চাঁদপুর জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করলে তা ভেস্তে যায়। এছাড়াও কচুয়া উপজেলার বিশেষ করে ৯, ১০, ১১ ও ১২নং ইউনিয়নে ভূমি দস্যুদের এমনি তান্ডব লিলায় ফসলি জমি প্রায় ধ্বংস হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান।