Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় গাছকাটতে বাঁধা দেয়ায় বৃদ্ধকে মারধর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় গাছকাটতে বাঁধা দেয়ায় বৃদ্ধকে মারধর

April 13, 2023 01:59:14 AM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় গাছকাটতে বাঁধা দেয়ায় বৃদ্ধকে মারধর

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুর কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকানিয়া নাছিরপুর গ্রামের দেওয়ান বাড়ির আলী হোসেন (৬৫) বৃদ্ধকে কিল ঘুষি ও লাথি মেরে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, একই গ্রামের পাশাপাশি বাড়ির আঃ কুদ্দুস ও আলী হোসেন গ্যাংদের সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তির বিরোধ চলে আসছে এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।  বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আঃ কুদ্দুস শ্রমিক নিয়ে বিরোধকৃত গাছকাটতে গেলে আলী হোসেন বাঁধা দিলে কুদ্দুস ও তার ছোট ছেলে সৈকত বৃদ্ধকে কিল ঘুষি ও লাথি মেরে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে চলে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি দুর থেকে দেখতে পায় এবং ঘটনার স্থলে ছুটে এসে বৃদ্ধ আলী হোসেনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসার জন্য  ১৭নং বেডে ভর্তি দেয়।

হাসপাতালের বেডে চিকিৎসাধিন অবস্থায় আলী হোসেন জানান, ঘটনার সময় আমি তাকে বাড়ির পাশে রাস্তা থেকে সাভাবিক ভাবে বলেছিলাম এখন গাছ গুলো না কাটার জন্য, আমরা ঈদের পর একসাথে বসে সমজোতা করবো। এ কথা বলার সাথে সাথে কুদ্দুস ও তার ছেলে সৈকত রাস্তায় দৌড়ে এসে গালীগালাজ সহ আমাকে কিল ঘুষি ও লাথি মেরে মারাত্মক আহত করে। আঃ কুদ্দুস জানান, আমরা তাকে মারধর করিনি। কথা কাটাকাটির এক পর্যায় সে ছলনা করে রাস্তায় ঘুরে পড়ে যায়।

স্থানীয় একাধিক প্রত্যাক্ষদর্শী জানান, কুদ্দুস ও তার ছেলে সৈকত, আলী হোসেনকে কিল ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে রাখতে দুর থেকে দেখেছে এবং ঘটনারস্থলে ছুটে যায় বলেও জানান। এ ব্যাপারে আহত আলী হোসেন গং  কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।