
ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার মাকসুদা হক ফাউন্ডেশন প্রকল্পের গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজনে বিভিন্ন ফ্রি সেবা কার্যক্রম’২০২৩ উদ্বোধন করা হয়েছে।
গতকাল হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ ফ্রি সেবা কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন-মাকসুদ হক ফাউন্ডেশন প্রকল্পের চেয়ারম্যান মোহাম্মদ গোফরানুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, ফ্রি মেডিকেল ক্যাম্পের আহবায়ক জামাল হোসেন, ডা: আব্দুল কাদের, ডা: শাহাদাত হোসেন প্রধান, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম, ইউনিয়ন ব্যাংক লিমিটেড মিয়ার বাজার শাখা ব্যবস্থাপক মো: মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কার্যক্রমের মধ্যে ২০২২ইং সালের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী, কোরআনে হাফেজদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৩ বিভাগ সমূহ চক্ষু, মা ও শিশু ডায়াবেটিস, চর্ম ও মেডিসিন, ব্যাত, ব্যাথা, ঘর নির্মাণে আর্থিক অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরন, শিক্ষা সামগ্রী বিতরন ও আর্থিক শিক্ষা সহায়তা প্রদান, এইএসসিতে অধ্যয়নরত ছাত্রীদের বিশেষ বিবেচনায় বৃত্তি প্রদান, রক্তদান কর্মসূচী ও রক্ত গ্রুপ নির্ণয়, শিশুদের টিকাদান ও মাদক বিরোধী সচেতনতা ক্যাম্পেইন। এসব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থা, রহিমানগর ডায়াবেটিস সমিতি, হারিচাইল পদুয়া ও হাসিমপুর সমাজ কল্যান পরিষদ, হারিচাইল স্পোর্টস একাডেমী, হারিচাইল স্বেচ্ছাসেবী রক্ত দান সংস্থা, প্রত্যাশা সমাজ কল্যান সংগঠন, অগ্রযাত্রা সামাজিক সংগঠন, বহ্নিশিখা সামাজিক সংগঠন, স্বপ্নপূরন রক্তদান স্বেচ্ছাসেবী কর্মসূচী ও মজুমদার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে এসব সেবা কার্যক্রমের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।