Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / কাঠালিয়ায় ইউ এন ও কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাঠালিয়ায় ইউ এন ও কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

April 22, 2025 08:09:46 PM   অনলাইন ডেস্ক
কাঠালিয়ায় ইউ এন ও কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

প্রতিবছরের মতো এবারও জমকালো আয়োজনে কাঠালিয়ায় শুরু হলো ক্লেমন ইউ এন ও কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

এবারের টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাঠালিয়া উপজেলা একাদশ ও আবু সালেহ স্মৃতি সংসদ একাদশ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এইচ এম জামশেদ আজাদ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সাত্তার, রূপালী ব্যাংক পিএলসি কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাঈমুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়াবিদ মোহাম্মদ ইসরাফিল তালুকদার ও নাসির হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষারসহ স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।

উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে দর্শকদের উপস্থিতি ও খেলোয়াড়দের চাঙ্গা মনোভাবে। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।