Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

April 15, 2025 06:28:35 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে ‘কারিগরি ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম’ এর আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রিট বাতিলসহ তাদের যৌক্তিক ৬ দফা দাবি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সিফাত সরকার, তৃতীয় সেমিস্টারের সিফাতুল্ল্যাহ, মমিন মুত্তাক লিওন, মোতাসিম বিল্লাহ, এফ এ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ, সিভিল বিভাগের শাহজালাল ইসলাম শাকিলসহ সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।