Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কাঁদা রাস্তায় দুর্ভোগ কমাতে ইটের রাবিশ দিয়ে সংস্কারের উদ্যোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাঁদা রাস্তায় দুর্ভোগ কমাতে ইটের রাবিশ দিয়ে সংস্কারের উদ্যোগ

August 19, 2023 07:29:38 PM   জেলা প্রতিনিধি
কাঁদা রাস্তায় দুর্ভোগ কমাতে ইটের রাবিশ দিয়ে সংস্কারের উদ্যোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি, খুলনা:
খুলণার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া গ্রামের বালিয়াখালি কাঁদা রাস্তায় বড় বড় গর্ত পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে সীমা নেই। দুর্ভোগ কমাতে ইটের রাবিশ দিয়ে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ এনামুল হক ছোটন। শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি ইটের রাবিশ সংগ্রহ করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এ কাজ করতে দেখা যায় তাকে।

স্থানীয়দের অভিযোগ, ঘোষড়া গ্রামের এই রাস্তার ১০০ হাতের মতো সড়ক যুগ যুগ ধরে অবহেলিত। স্থানীরা একাধিকবার মেম্বার, চেয়ারম্যানদের নিকট ধর্ণা দিয়েও কোনো কাজ হয় নি। সম্প্রতি ঘোষড়ার সচেতন সংস্থার উদ্যোগে ঈদ পুণঃর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে তালা উপজেলার চেয়ারম্যান বাবু সনদ ঘোষ, কলারোয়া এমপি এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লা, ৫নং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কয়রা পাইকগাছা এমপি আক্তারুজ্জামান বাবু, পাইকগাছা উপজেলার চেয়ারম্যান আকরাম হোসেন, ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান এজাজ আহমেদ, ডুমুরিয়া উপজেলার এমপি নারায়ণ চন্দ্র চন্দ এদের সমন্বয়ে রাস্তা গুলো উন্নয়ন প্রকল্পের অর্ন্তভুক্ত করা হয়েছে বলে প্রতিশ্রুতি মূলক কথা বলেছিলেন। দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে। কিন্তু আজও পর্যন্ত সেই রাস্তা গুলো বাস্তবে কোন কাজেই আসেনি বলে অভিযোগ তাদের।

সাবেক ইউপি সদস্য এনামুল হক ছোটন বলেন, মানবতার কল্যাণে নিজস্ব অর্থায়নে গ্রামের রাস্তাটি চলাচলের উপযুক্ত করার জন্য কাজ করছি। এ সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যানদের বার বার বলা স্বত্ত্বেও কোন উদ্যোগই নেয়া হয় নি। জনপ্রতিনিধিগণ খুব শিগগিরই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।