
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী এলাকা হতে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন ধনিয়া কলেজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মিলন ভুঁইয়া মাদক মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার তালতলী সন্তোষপুর গ্রামের সালাউদ্দিন ভূইয়ার ছেলে।
র্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল। এছাড়াও বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে একাধিক মাদক চলমান রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।