
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়িতে অপহরণের ৩ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে কোনাবাড়ির সেলিমনগর এলাকা অপহৃত ইয়াসিন আল মাহমুদ নামের ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী প্রতিবেশী বেলাল হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে কোনাবাড়ি থানার সেলিমনগর এলাকা হতে ৪ বছরের শিশু ইয়াসিনকে অপহরণ করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসলে কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির পিতা মমিনুর রহমান।
শিশুটির পিতা মমিনুর রহমান কোনাবাড়ি থানাধীন একটি গার্মেন্টসে ইনচার্জ হিসেবে চাকরি করেন এবং ওই এলাকার হরিণচালা সেমিলনগর এলাকায় বসবাস করে আসছিলেন। মমিনুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটির বাসার সামনে খেলাধুলা করছিল। এসময় কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি নম্বর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণের ফোন আসে। মুক্তিপণ না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি কোনাবাড়ি থানা পুলিশকে লিখিতভাবে জানালে তারা অপহরণের তিন ঘণ্টার মাথায় অপহরণকারী বেলালকে গ্রেফতার করা হয়।
কোনাবাড়ি থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের তিন ঘণ্টার মাথায় শিশু ইয়াসিনকে ধামরাই থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।