Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করে পুলিশি অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করে পুলিশি অভিযান

December 15, 2024 05:53:28 PM   জেলা প্রতিনিধি
কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করে পুলিশি অভিযান

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকার সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কোনাবাড়ী থানা পুলিশ। এসময় সড়ক ও ফুটপাতে হকার ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের গড়ে তোলা অস্থায়ী দোকানপাট, ভ্যানগাড়ি উচ্ছেদ করে পুলিশ। রবিবার বিকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীর নতুন বাজার এলাকা থেকে আরিফ কলেজ পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে, সড়কের দুপাশ এবং কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে হকারদের অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে কোনাবাড়ী থানার ওসি(তদন্ত) মোঃ আতিকুর রহমান সহ থানার অন্যন্যা সদস্য'রা অংশ নেয়।

যাত্রী ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালিত হয়ে বলে জানায়, কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তিনি জানান, ভবিষ্যতে সড়ক ও ফুটপাত দখল না করতে হকারদের সর্তক করা হয়েছে।