Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-এর ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-এর ফাইনাল অনুষ্ঠিত

May 11, 2025 08:45:24 PM   অনলাইন ডেস্ক
কুবিতে অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-এর ফাইনাল অনুষ্ঠিত

কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজিত জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা ‘বিজভেঞ্চার’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম প্যানিক অ্যাটাক’। প্রথম রানারআপ হয়েছে ‘টিম কোড ব্রেকার’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ‘টিম নো মিনিটস লেফট’।

শনিবার (১০ মে) সকাল ১০টায় বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড), ময়নামতি অডিটরিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং সন্ধ্যা ৯টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করে মোবাইল ব্র্যান্ড অনার। সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে হাসিন মাহতাব মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ‘নো মিনিটস লেফট’, ‘প্যানিক অ্যাটাক’, ‘টিম টপ গান’ এবং ‘ওমের্টা’ দলগুলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে অংশ নেয়। ‘টিম ইউরেখা’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে এবং ‘টিম কোড ব্রেকার’ অংশ নেয় আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সামান-এর চিফ অপারেটিং অফিসার আজম খান, ডিআইভিসি-এর হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির লেকচারার ইয়াকুব আলী শাকিল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে ব্যান্ড দল ‘আনকোর’।

বিচারক আজম খান বলেন, “অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগী এসেছিল, সেখান থেকে ছয়টি টিম বাছাই করা হয়। বিজনেস কেস তৈরির সময় ব্র্যান্ডিং পার্টটি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা উচিত। নিজস্ব ব্র্যান্ডিং যত শক্তিশালী হবে, বায়ারের কাছে তত সহজে আইডিয়াটি বিক্রি করা যাবে। মনে রাখতে হবে, এখানে তুমি আইডিয়া সেল করছো—গান বা কবিতা নয়। সামনে আরও ভালো প্রেজেন্টেশন হবে, আশা করি। অংশগ্রহণকারী সবার ভালোবাসায় আমি কৃতজ্ঞ।”

অনুষ্ঠান সম্পর্কে ডিরেক্টর সুমাইয়া কবির বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল কুবির শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিজনেস আইডিয়া ও কেস বিষয়ক জ্ঞান আদান-প্রদান করতে পারে।”

লিড অর্গানাইজার ইমরুল এহসান বলেন, “দীর্ঘ এক বছরের পরিশ্রমের ফলাফল আজকের ‘বিজভেঞ্চার’। অংশগ্রহণকারীদের আগ্রহ ও প্রশংসার জায়গাটাকে ধরে রাখতে ভবিষ্যতেও এই আয়োজন চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মোট এক লাখ টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পায় ৫০ হাজার টাকা, প্রথম রানারআপ পায় ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দল পায় ২০ হাজার টাকা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ২৪৮টি দল রেজিস্ট্রেশন করে এবং দুটি ধাপে বাছাই শেষে ছয়টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়।