
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হলের টিভি রুমে এ আয়োজন করা হয়।
প্রভোস্ট জিয়া উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, হলের হাউজ টিউটরসহ সংশ্লিষ্টরা।
বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে ব্যাডমিন্টনে এককে হেমায়েত, দ্বৈতে হেমায়েত ও ফারদিন, টেবিল টেনিস এককে শাহানুর, দাবায় বাসেদ, ক্যারামে সোহেল, ফুটবলে শাহাদাত, লুডুতে শরিফ এবং কার্ড খেলায় মারুফ ও সাইফ বিজয়ী হন।
উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের জন্য আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে। হলের উন্নয়নে দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।" কোষাধ্যক্ষ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সীমিত হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রশংসনীয়।"
প্রভোস্ট জিয়া উদ্দিন বলেন, "শিক্ষার্থীদের মানসিকতা গঠনে গুরুত্ব দিচ্ছি। বেশি সাড়া পাওয়ায় আনন্দিত, এটি তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখবে।"