Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার!

March 18, 2025 07:24:51 PM   অনলাইন ডেস্ক
কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার!

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে ৩৫টি বিষধর সাপের ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ক্লিনিকের ফ্লোর সংস্কারের জন্য খোঁড়ার সময় এগুলো পাওয়া যায়। মা সাপসহ আশপাশে আরও সাপ থাকতে পারে এমন আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডিমগুলো দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, ফ্লোরের ইট সরানোর পর একটি গর্তের মধ্যে ৩৫টি বিষধর সাপের ডিম দেখতে পান। পরে সেগুলো মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। শ্রমিকরা এখনো সাপের আতঙ্কে রয়েছেন।

উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএসসিপি) মুক্তা রানী দাস জানান, ফ্লোরের ভাঙা অংশের কারণে দীর্ঘদিন ধরেই ক্লিনিকে সাপের উপস্থিতি টের পাওয়া যেত। মাঝে মাঝে বিষধর সাপের গন্ধও পাওয়া যেত। সংস্কারের সময় ফ্লোরের ইট ও খোয়া সরাতেই ৩৫টি বিষধর সাপের ডিম পাওয়া যায়। কয়েকটি ডিম ভাঙার পর তার মধ্যে সাপের বাচ্চাও দেখা যায়।

বর্তমানে ক্লিনিকের সামনের একটি ফাঁকা জায়গায় ডিমগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়েছে।